Saudi Arabian Visa
Details
Visa Type & visa Procedure:
There are many types of visas are available for Saudi Arabia, such as Business Visa, Employment Visa, Umrah Visa, Hajj visa, etc. Zatayat provides consultancy support for Umrah visas. The visa applications of Saudi Arabia are Processed by Saudi Arabia Embassy. Applications are submitted by online.
Visa Procedure:
The Visa is processed by the Consulate of the Republic of Saudi Arabia. Visa applicants shall submit relevant documents through some accredited agencies only.
The Royal Embassy of Saudi Arabia
- Address: House 5 (NE) L, Road 83, Gulshan-2, P.O. Box 6001, Dhaka 1212, Bangladesh
- Tel:(+880) 2 985 8882 / 3
- Email: bdemb@mofa.gov.sa
- Website: Click here to see the Saudi Arabia consulate website
- Office Hour: Sunday to Thursday 9.00 am to 4.00 pm
Umrah visa Requirements:
- Bangladeshi passport is valid for at least 6 months.
- 2 copies passport size white background photographs.
All travelers must:
- Have a valid tourism visa obtained before arrival. Visa on arrival remains suspended for health and safety reasons
- Provide a negative PCR test conducted no more than 72 hours before departure
- Have COVID 19 insurance. This insurance is included in all new tourism visa issues. If you are entering on a previously issued tourism visa, you will need to pay an additional fee of SAR 40 at the airport on arrival to cover insurance for any COVID-19 related medical expenses
- Download and register the Tawakkalna application before arriving at the point of departure. To use Tawakkalna in Saudi you will need phone and data services on your cellphone.
- If you are fully immunized against COVID-19 with vaccines approved by the WHO and Saudi Arabia
- All visitors arriving in the country with a valid tourism visa must provide evidence of a full course of the vaccines currently recognized:
- 2 doses of Pfizer BioNTech or Comirnaty
- 2 doses of Oxford AstraZeneca, Covishield, SK Bioscience, or Vaxzevria
- 2 doses of : Moderna or Spikevax
- 1 dose of Johnson & Johnson
- Travelers who have completed two doses of the Sinopharm or Sinovac vaccines will be accepted on the condition that they have received an additional dose of one of the vaccines approved in the Kingdom mentioned in the above paragraph
- Vaccine certificates issued by official health authorities from the country that provided the vaccination for incoming travelers must be provided. The final dose (the second dose of a two-dose vaccine or the first dose of a single dose vaccine) should be received no less than 14 days before traveling to Saudi. Travelers should carry either their vaccine certificates or proof of vaccination status via applications recognized in Saudi Arabia
- If you are fully immunized against COVID-19 with vaccines approved by the WHO but not recognized in Saudi Arabia OR you have received the first dose only of any of the vaccines recognized in Saudi
- Travelers who do not hold Saudi citizenship or residency must undertake a five-day period of institutional quarantine in a designated hotel. The quarantine will be lifted upon a negative PCR result on the fifth day after arrival
- Travelers are advised to book the quarantine package through the airline on which they are arriving
- Travelers who hold Saudi citizenship or residency must undertake a five-day period of home quarantine. The quarantine will be lifted upon a negative PCR result on the fifth day after arrival
- You should register your vaccine status at https://muqeem.sa/#/vaccine-registration/home before arrival and after obtaining your tourism visa. The site is available in Arabic and English
- For your convenience, you should check the current entry requirements with your chosen airline before purchasing a ticket
- For more details, please visit https://visa.visitsaudi.com/
Visa Fee, Service Charge & Processing Time
- Visa fee: Visa fee with service charge + insurance TK. 15,000/PP
- VISA processing time: Maximum 05 Working Days.
Destinations: Saudi Arabia is a desert country encompassing most of the Arabian Peninsula, with Red Sea and Persian (Arabian) Gulf coastlines. Known as the birthplace of Islam, it’s home to the religion’s 2 most sacred mosques: Masjid al-Haram, in Mecca, destination of the annual Hajj pilgrimage, and Medina’s Masjid an-Nabawi, burial site of the prophet Muhammad. Riyadh, the capital, is a skyscraper-filled metropolis.
Points of Interest: Kaaba, Masjid Al Haram, Masjid Al-Baqi, Quba Mosque, Taif, Wadi e Jinn etc.
- Zatayat provides only consultancy services, doesn’t provide any guaranty for visas.
- File processing for visas will start only after receiving all necessary documents.
- Processing time, requirements, and fees are subject to change by the Embassy without any prior notice.
- The embassy reserves all the rights to ask for any additional documents with the above-mentioned checklist.
জিজ্ঞাসাঃ ওমরাহ্ ভিসার মেয়াদ কতদিন ?
উত্তরঃ সাধারণত ৩০ দিন, তবে কখনো কখনো ১৫ দিন পর্যন্ত থাকা যায়।
জিজ্ঞাসাঃ ভিসা হওয়ার কতদিনের মধ্যে সৌদি আরব ঢুকতে হয় ?
উত্তরঃ ১৫ দিন।
জিজ্ঞাসাঃ আপনারা ভিসা করতে কত দিন সময় নেন ?
উত্তরঃ কমবেশি ৫ কর্মদিবস।
জিজ্ঞাসাঃ ওমরাহ্ ভিসা করতে কি কি লাগে ?
উত্তরঃ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে) আর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
জিজ্ঞাসাঃ ওমরাহ্ ভিসায় কোন কোন শহরে যাওয়া যায় ?
উত্তরঃ এ পর্যন্ত জেদ্দা, মক্কা এবং মদিনা। সৌদি সরকার নতুন করে অনুমুতি দিলে আপনি অন্য শহরেও যেতে পারবেন।
জিজ্ঞাসাঃ আমি ১ বছর আগে ওমরাহ্ করতে গিয়েছিলাম, এখন অতিরিক্ত ২০০০ রিয়াল দিতে হবে কি ?
উত্তরঃ আপনি একই পাসপোর্টে ভ্রমণ করলে লাগতে পারে, সাধারণত ২ বছর পর্যন্ত লাগে, তবে পাসপোর্ট পরিবর্তন করে থাকলে লাগবেনা, নিচের লিঙ্ক-এ ভিজিট করে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি নিজেই চেক করে নিতে পারেন। চেক করতে এখানে ক্লিক করুন
জিজ্ঞাসাঃ আমি গতবার / এবার / ২ বছর আগে হজ্ব করেছি, এখন ওমরাহ্ করতে চাইলে কি অতিরিক্ত ২০০০ রিয়াল দিতে হবে ?
উত্তরঃ না, হজ্বের সাথে ওমরাহ্’র কোন সম্পর্ক নাই।
জিজ্ঞাসাঃ আমি সরকারী চাকুরী করি, ভিসা করতে আমার জন্য কি কি লাগবে ?
উত্তরঃ ভিসা করার সময় আমরা পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে), ২ কপি ছবি নিবো, তবে নীল কালারের পাসপোর্ট হলে ট্রাভেল করার সময় অবশ্যই জিও (GO) সাথে থাকতে হবে এবং সবুজ কালারের পাসপোর্ট হলে কিছু লাগবেনা।
জিজ্ঞাসাঃ আমার পাসপোর্ট অ্যামেরিকান / অস্ট্রেলিয়ান / ভিনদেশী (বাংলাদেশ থেকে করা নয় এমন), আমি কি আপনাদের মাধ্যমে ওমরাহ্ ভিসা করতে পারবো ?
উত্তরঃ জি পারবেন তবে একটু নিয়ম কানুন আছে।পাসপোর্টে যদি বাংলাদেশের ভিসা থাকে তবে কোন সমস্যা নেই, যদি NO VISA REQUIRED সিল থাকে তবে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে এবং মাঝে মাঝে মেইন কপিও এম্বাসিতে শো কোরতে হয়, আর ভ্রমণ করার সময় আপনার এম্বাসি থেকে NOC নিতে হবে।
জিজ্ঞাসাঃ আমি একা ওমরাহ্ করতে যেতে চাই (মহিলাদের ক্ষেত্রে) / আমি আর আমার মেয়ে ওমরাহ্ করতে যেতে চাই (একাধিক মহিলার গ্রুপের ক্ষেত্রে), আমরা কি মাহারাম ছাড়া ওমরাহ্ ভিসা পাবো ?
উত্তরঃ না, পাবেন না, সাথে মাহারাম ছাড়া ভিসা করা যাবেনা।
জিজ্ঞাসাঃ আমরা কয়েকজন মহিলা একসাথে যেতে চাই / আমরা কয়েকজন মহিলা একজন পুরুষকে মাহারাম বানিয়ে যেতে চাই, আমরা কি যেতে পারবো ?
উত্তরঃ না, ইসলামের নির্দেশনা অনুযায়ী যাদের সাথে বিয়ে জায়েজ নাই (যেমন – বাবা, ভাই, ছেলে ইত্যাদি) এরকম কেউ ছাড়া অন্যরা মাহারাম হতে পারেনা।
জিজ্ঞাসাঃ আমার বয়স ৪০ এর নিচে (পুরুষের ক্ষেত্রে), আমি কি ওমরাহ্ ভিসা পাবো ?
উত্তরঃ না, পাবেন না, তবে কোন মহিলা মাহারাম হলে পাবেন।
জিজ্ঞাসাঃ আমার বয়স ৪০ এর নিচে, আপনারা কি আপনাদের গ্রুপের কারো সাথে আমাকে মাহারাম দেখিয়ে ওমরাহ্ ভিসা করাতে পারবেন ?
উত্তরঃ না, আমরা এটা করিনা, তবে আপনি যে কোন একটা মহিলার পাসপোর্ট আপনার পাসপোর্টের সাথে দিলে আমরা করতে পারি এবং অতিরিক্ত একটি ভিসার চার্জ দিতে হবে।
জিজ্ঞাসাঃ আমার বয়স ৪০ এর নিচে (পুরুষের ক্ষেত্রে), আমরা স্বামী-স্ত্রী যেতে চাই ?
উত্তরঃ হ্যাঁ, যেতে পারবেন।
জিজ্ঞাসাঃ একজন পুরুষ সর্বোচ্চ কতজন মহিলার মাহারাম হয়ে যেতে পারে ?
উত্তরঃ ইচ্ছামতো, আমাদের জানামতে এরকম কোন বিধিনিষেধ নেই।
জিজ্ঞাসাঃ একজন মহিলা সর্বোচ্চ কতজনকে মাহারাম বানিয়ে নিতে পারে ?
উত্তরঃ একজনকে।
জিজ্ঞাসাঃ ১০/১১/১২ বছরের ছেলেকে মাহারাম বানিয়ে “মা / বোন” কি ওমরাহ্ করতে যেতে পারবে?
উত্তরঃ না পারবেন না, মাহারামের হতে হলে সর্বনিম্ন বয়স ১৭ বছর হতে হবে (পাসপোর্ট অনুযায়ী)।
জিজ্ঞাসাঃ সর্বনিম্ন কত বছর বয়সে একজন মাহারাম হিসেবে গণ্য হবে ?
উত্তরঃ কমপক্ষে ১৭ বছর।
জিজ্ঞাসাঃ আপনারা কি হজ্ব ভিসা করেন ?
উত্তরঃ না, আমরা শুধু ওমরাহ্ আর বিভিন্ন দেশের ট্যুর প্যাকেজ, এয়ার টিকেট, ভিসা করি।
জিজ্ঞাসাঃ সৌদি আরবে কখন তাপমাত্রা কম থাকে ?
উত্তরঃ সাধারনত ডিসেম্বর / জানুয়ারির দিকে ।
জিজ্ঞাসাঃ আপনাদের ঢাকার বাইরে কোথায় কোথায় শাখা আছে?
উত্তরঃ আমাদের কোথাও কোন শাখা নেই।
জিজ্ঞাসাঃ আমি ঢাকার বাইরে থাকি, কিভাবে আপনাদের কাছে পাসপোর্ট পৌছাবো ?
উত্তরঃ কুরিয়ার করতে পারেন অথবা আমাদের হটলাইনে ফোন করে জেনে নিন।
ADDRESS
Hazi Islam Plaza (Level-04), Staff Quarter, Demra, Dhaka-1361, Bangladesh.
CALL US
+880 1404014380(Tour)
+880 1404014381/82(Ticket & Visa)
+880 1404014383 (Hajj & Umrah)
+880 1404014384 (Office)
info@zatayat.net
zatayatt@gmail.com
Saudi Arabian Visa
Contact Us
-
+880 1404014380(Tour)
+880 1404014381/82(Ticket & Visa)
+880 1404014383 (Hajj & Umrah)
+880 1404014384 (Office) -
info@zatayat.net zatayatt@gmail.com
-
Hazi Islam Plaza (Level-04), Staff Quarter, Demra, Dhaka-1361, Bangladesh